———— মেয়র নাছির উদ্দিন আহম্মদ
স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর প্রেসক্লাবের দীর্ঘ ৪৪বছরের মধ্যে এই প্রথম ব্যতিক্রম আয়োজন সাংবাদিক পরিবারদের নিয়ে ‘জার্নালিস্ট ফ্যামিলি ডে’ শুক্রবার দিনব্যাপী চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সকল বয়সের সাংবাদিক, তাদের স্ত্রী ও সন্তানরা দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন। ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ক্রিকেট, পুরুষ ও মহিলাদের বালিশ খেলা, মহিলাদের হাড়ি ভাঙ্গা, বেলুন পুটানো, শিশুদের বিস্কুট দৌড়, ৫০ ও ১শ’ মিটার দৌড়, মোরগ লড়াই ইত্যাদি। দিনব্যাপী এসব ক্রীড়া অনুষ্ঠানে স্টেডিয়াম মুখোরিত হয়ে উঠে। পুরোদিন স্টেডিয়ামে সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়। একসাথে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দের এমন উপস্থিতি কখনো দেখা যায়নি। সকালের নাস্তা, দুপুরের খাবারেরও আয়োজন ছিলো স্টেডিয়ামে। পারিবারিক পরিবেশে সকলে সকলের সাথে পরিচিত হওয়ার সুযোগ মিলে এই আয়োজনে।
বিকেলে শুরু হয় র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মদ। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও প্রেসক্লাব সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন ও সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাব সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হোসেন খান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক অনুপমা এর সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোহাম্মদ রোকনুজ্জামান। প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি জালাল চৌধুরী, শাহ্ মো. মাকছুদুল আলম, বর্তমান কমিটির সহ-সভাপতি বিএম হান্নান, শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল রুশদী, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মির্জা জাকির, আলম পলাশ, সাংগঠনিক সম্পাদক জিএম শাহিন, আল-ইমরান শোভন, কোষাধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রেজাউল করিম, সাংস্কৃতিক সম্পাদক শরীফ মো. আশ্রাফুল হক, ক্রীড়া সম্পাদক ইয়াছিন ইকরাম, প্রচার সম্পাদক এম.এ. লতিফ, লাইব্রেরী সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, আন্তর্জাতিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাসান মাহমুদ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক নজরুল ইসলাম স্বপন, কার্যকরী সদস্য আব্দুর রহমান, মোঃ শাহজাহান মিয়া, আব্দুল আউয়াল রুবেল ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুহাম্মদ মাসুদ আলম। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট পরিচালনা করেন চৌধুরী ইয়াছিন ইকরাম, অমিয় রায় ঝন্টু, মোঃ সিরাজ ও বাদল মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, সারা বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বহু প্রেসক্লাব রয়েছে। কিন্তু চাঁদপুর প্রেসক্লাবের মত সমৃদ্ধ ও সুন্দর প্রেসক্লাব চোখে পড়ে না। আমি দেশের বিভিন্ন জাতীয় অঙ্গনে এই প্রেসক্লাবের কথা তুলে ধরি। চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকদের নিয়ে এই ধরনের আয়োজন নিজেদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করবে। চাঁদপুর জেলা শিক্ষা, সাংস্কৃতিসহ সকল দিক দিয়ে এগিয়ে। সারাদেশে বহু নাশকতা হলেও চাঁদপুরের রাজনৈতিক অবস্থা ভালো। আমাদেরকে এই সুনাম অক্ষুন্ন রেখে এগিয়ে যেতে হবে। এই জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সকলের ঐক্যবদ্ধ চেষ্টায় চাঁদপুরকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। চাঁদপুর প্রেসক্লাব এই ধরনের আয়োজন করায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মেয়র। বিশেষ অতিথির বক্তব্যে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, চাঁদপুর প্রেসক্লাবের এই ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভাতৃত্ববোধ সৃষ্টি করেছে। যা প্রেসক্লাবের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবাই মিলে চাঁদপুরে শান্তিপ্রিয় সমাজ প্রতিষ্ঠা করবো। সবশেষে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ। র্যাফেল ড্র পরিচালনা করেন প্রেসক্লাব সভাপতি শহীদ পাটওয়ারী ও সাধারণ সম্পাদক রহিম বাদশা।