চাঁদপুর প্রতিনিধি
‘স্বাস্থ্যকর খাদ্য ভোক্তার অধিকার’- এই শ্লোগানকে উপজীব্য করে রোববার চাঁদপুরে আন্তর্জাতিক ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তারা বলেন, অধিকার বাস্তবায়নে জনসচেতনতার বিকল্প নেই। তারা বলেন, প্রশাসনিক তৎপরতার পাশাপাশি ভোক্তারাও যদি তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার এবং সচেতন হন তাহলেই ভোক্তা অধিকার নিশ্চিত হবে।
জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন, অতিরিক্তি জেলা প্রশাসক মোঃ নূরুল্লাহ নূরী। আলোচনায় অংশ নেন, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহকারি পুলিশ সুপার মোঃ শাকিল আহমেদ, ক্যাব সভাপতি জীবন কানাই চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদুল আলম।
এদিকে দিবসটি উপলক্ষে ক্যাব চাঁদপুর শহরে একটি র্যালি বের করে এবং গণ-সচেতনতামূলক প্রচারণা চালায়।