চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের পদ্মা নদীর দোকানঘর এলাকা থেকে আয়াতুননেছা (৬০) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আয়াতুননেছা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত ছায়েদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নদীর তীরে নারীর মৃত দেহ দেখে পুলিশের খবর দেয় স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। পরে পরিবারের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান সেলিম খান লাশ গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে। হতদরিদ্র মহিলা ভিক্ষা করে তার জীবন নিবার্হ করতো বলে জানা গেছে।
চাঁদপুর সদর মডেল থানার উপ পরিদর্শক মো. হামিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। স্থানীয় চেয়ারম্যানের সুপারিশে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।