চাঁদপুর প্রতিনিধি॥
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের ২৬তম দিনে চাঁদপুর মডেল থানায় বোমা বিস্ফোরণের পর ২৭তম দিনে মধ্য রাতে শহরের লেকের পাড়ে মসজিদে বোমা মেরেছে দুবৃর্তরা। অবরোধের ২০দিন পর থেকেই প্রায় প্রতিদিন সন্ধ্যার পর জনমনে আতংক সৃষ্টি করতে এ ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে।
বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণের আওয়াজে শহর কেপে ওঠে। এতে লেকের পাড়ের রেলওয়ে নূরানী জামে মসজিদের চালের প্রায় ২ফুট এলাকা ক্ষতিগ্রস্থ হয়। এছাড়া শহরের মিশন রোড সন্ধ্যায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। ঐ দিন সকালে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে দুবৃর্তরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনার পর পুলিশ সুপার মোঃ আমির জাফর এলাকা পরির্শন করে। শনিবার রাত ৯টায় চাঁদপুর মডেল থানা এলাকায় দুবৃর্তরা কয়েকটি ককটেলে ফাটিযে পালিয়ে যায়। উল্লেখ্য মসজিদের চালে বিস্ফোরিত বোমাটির আওয়াজ ও শক্তি অতিমাত্রায় থাকায় চাল ক্ষতিগ্রস্থ হয়েছে।