আমার কন্ঠ- চাঁদপুরের হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভকে ড্রেন নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির মিথ্যা মামলায় আবারও আটক হয়েছেন। তার মুক্তির দাবীতে শহর ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয়। প্রতিবাদ মিছিলটি হাজীগঞ্জ বিশ্বরোড থেকে বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বিশ্বরোডস্থ চোরাস্তায় এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এ সময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার তুহিন, চাঁদপুর সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হান্নান গাজী। এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা হাসান পাটওয়ারী, শহর ছাত্রলীগের সহ-সভাপতি সুমন সাহা, মোহাম্মদ হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা দেওয়ান হাছান আহম্মেদ, চাঁদপুর সরকারী কজেল ও উপজেলা ছাত্রলীগের নেতা আশ্রাফুজ্জামান মজুমদার, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সহ-সম্পাদক ইমন মজুমদার, ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার, রোকন, আরিফ, শাহরুখ হোসেন বাবলু, চাঁদপুর সরকারী কলেজের নেতা ইয়াছিন হামিদ, ছাত্রলীগ নেতা আজাদ, রাজিব দাস, ইসমাইল, ইমন সর্দার, আলাউদ্দিন মিজি, রাজু হাজী, ইউসুফ, জিয়াউর রহমান, কাউসার টিপু, তাপস সরকার , সোহাগ. আরিফ, সম্রাট প্রমুখ।
উলে¬খ্য, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহছান হাবিব অরুন এর একটি চাঁদাবাজি মামলায় গত বুধবার আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত তাকে জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুনের ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার সাইফুল ইসলাম তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানার ওই মামলা নং ২৮, তারিখ-২৮/৮/২৪১৪ইং।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছাত্রলীগের ওই নেতাকে ৩৮০, ৩২৩, ৩১৭, ৪২৭, ৩৭৯, ৫০৬ দন্ডবিধির ৩৮৫, ৩২৩, ৩০৭, ৪২৭, ৩৭৯, ৫৬ ধারায় অভিযুক্ত করা হয়।
মামলার বিবরণীতে জানা গেছে, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অরুনের ঠিকাদারী প্রতিষ্ঠান পৌর এলাকার মকিমাবাদে ড্রেন নির্মাণকালে শুকুর আলম শুভ চাঁদা দাবি করে। ওই সময় চাঁদা না দেওয়ায় ঠিকাদরী প্রতিষ্ঠানের কর্মকর্তা সাইফুল ইসলামকে মারধর করে সে। পরে সাইফুল ইসলাম বাদী হয়ে হাজীগঞ্জ থানায় চাঁদাবাজির মামলা দায়ের করেন। এই মামলায় শুকুর আলম আগেও জেল খেটেছেন।
এ প্রসঙ্গে আহসান হাবীব অরুন বলেন, বুধবার শুকুর আলম শুভ চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাসরুর সালেকীনের আদালতে হাজির হলে মাননীয় আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।