চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ ওয়ার্ল্ড ডেন্টিষ্ট ডে-২০১৫ উপলক্ষে ফ্রি ডেন্টাল চেকআপ অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ডেন্টাল সার্জন এসোসিয়েশনের আয়োজনে শহরের জোর পুকুর পাড় ওরো ডেন্টাল ক্লিনিকে শুক্রবার সকাল ১০টায় তা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর ডেন্টাল সার্জন এসোসিয়েশনের সভাপতি ডা. এস কে মজুমদার, সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিম তালুকদার, সহ সভাপতি ডা. অসিত কুমার দাস, সাধারন সম্পাদক ডা. মো. আব্দুল কাদের, যুগ্ম-সম্পাদক মো. ইমরান হোসাইন, অর্থ সম্পাদক ডা. মো. মোস্তাফিজুর রহমান, সদস্য ডা. আহসান ইবনে শাহজাহান, ডা. আহসান উদ্দিন বাবু, ডা. শাহ নেওয়াক তালুকদার, ডা. মো. সাইফুর রহমান। ওয়ার্ল্ড ডেন্টিষ্ট ডে-২০১৫ উপলক্ষে প্রায় অর্ধ শতাধিক রোগীকে বিনা মূল্যে ফ্রি ডেন্টাল চেকআপ করা হয়।