চৌধুরী ইয়াসিন ইকরাম. চাঁদপুর।- জাটকা শিকারী জেলেদের নিবৃত্ত করতে যেয়ে শুক্রবার গভীর রাতে হামলার শিকার হয়েছে চাঁদপুরের আলুরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। এসময় জেলেদের হামলায় এ এস আই শরীয়তুল্লা তুহিন, এ এস আই কামরুল হাসান, কনষ্টেবল আবুল কাসেম ও কনষ্টেবল জালাল আহমেদ গুরুতর আহত হয়। তাদের চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। অন্যদিকে পুলিশের হামলায় আহত হয়েছে তিন জেলে। পুলিশ জেলেদের নিবৃত্ত করতে ১ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করেছে।
জানা যায়, আলুরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল শুক্রবার রাতে চাঁদপুরের হরিণা ফেরি ঘাট এলাকায় জাটকা বিরোধী অভিযানে যায়। পুলিশ জেলে নৌকামসূহ ধাওয়া করলে বিক্ষুব্দ জেলেরা পুলিশকে লক্ষ্য করে বৈঠা, বল্লম, জালের কাঠি ও ইটের টুকরো নিক্ষেপ করতে শুরু করে। এতে চার পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ চাইনিজ রাইফেল থেকে ১ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করলে জেলেরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জেলেকে আটক করেছে। এ বিষয়ে আলুরবাজার ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আঃ হাই ঘটনার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।