স্টাফ রিপোটার ঃ আগামীকাল ১৩ এপ্রিল ২০১৫ খ্রিঃ চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত সাপ্তাহিক চাঁদপুর খবর পত্রিকাটির জন্মদিন । এদিন পত্রিকাটি ৯ম বর্ষ থেকে ১০ম বর্ষে পদার্পন করবে। পত্রিকাটির এ শুভ-জন্মদিনে পাঠক,শুভানুধ্যায়ী,বিজ্ঞাপনদাতা,কলাকুশলী,সাংবাদিকসহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । চাঁদপুর জেলা শহরে প্রকাশিত নিয়মিত সাপ্তাহিক পত্রিকার মধ্যে একমাত্র সাপ্তাহিক চাঁদপুর খবর পত্রিকাটি নিয়মিত সংখ্যা ওয়েবসাইটে (িি.িপযধহফঢ়ঁৎশযধনধৎ.পড়স ) দেখা যায় । চলতি বছর পত্রিকাটি ওয়েব-সাইটের নতুন সংস্করনের কাজ চলছে । আশা করি নতুন সংস্করনে অনলাইনে নিয়মিত দেখা যাবে সাপ্তাহিক চাঁদপুর খবর এর তরতাজা খবর। আশা করবো আগামী দিনে পথচলায় পাঠকরা বিগত দিনের ন্যায় সাপ্তাহিক চাঁদপুর খবর পত্রিকাটির পাশে থাকবে । চলতি বছর থেকে পত্রিকাটি বড় সাইজে নিয়মিত ৪ পাতায় বের হচ্ছে । পাঠকদের অব্যাহত সমর্থন থাকলে ভবিষতে সাপ্তাহিক চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক হিসেবে আতœপ্রকাশ ঘটবে বলে আশা করছি ।