মানিক দাস ॥ চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কে পাওয়ার ট্রলিকে সাইড দিতে গিয়ে সিএনজি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টিয়ে পড়ে। এতে সিএনজি স্কুটারে থাকা চালকসহ ৫জন যাত্রী গুরুতর আহত হয়েছে। সিএনজি স্কুটার চালক মতলব উত্তর উপজেলার এখলাশপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ কামাল হোসেন (৩২) জানান, ওয়্যারলেছ এলাকা থেকে যাত্রী নিয়ে ফরিদগঞ্জের উদ্যেশ্যে রওয়ানা দেন। কালীর বাজার চৌরাস্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির বালু বোঝাই পাওয়ার ট্রলিকে সাইড দিতে গিয়ে সিএনজি স্কুটারটি রাস্তার পাশে রাখা বালুর স্তুপে উঠে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টিয়ে যায়। এতে চালকসহ সকল যাত্রী আহত হন। গুরুতর আহত ধানুয়া বাজার এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ছিদগাত উল্যাহ (৫২) জানান, চালক ঘুম চোখে অথবা মাদক সেবক করে গাড়ি চালাচ্ছিলো। যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হাড়িয়ে রাস্তার পাশে বালুর স্তুপে উঠিয়ে দিলে উল্টে যায়। গুরুতর আহত সিদগাত উল্যাহ রূপসা মাদ্রাসার আরবী শিক্ষক ও ফরিদগঞ্জের আমীরাবাদ বাজার বাইতুল আমীন জামে মসজিদে ইমামতী করেন। অপর আরো দু’আহতরা হলো ঃ হোমিও পেথিক চিকিৎসক মোঃ মকবুল হোসেন (৩৫) ও চাঁদপুর জজ আদালতের আইনজীবি’র সহকারী মোঃ সাইফুল ইসলাম (৩৫)।