ফাহিম শাহরিন কৌশিক খান-
চাঁদপুর সদর উপজেলার কল্যানপুর ইউনিয়নের ডাসাদী গ্রামের প্রবাসীর স্ত্রীর নগ্ন ছবি মোবাইলের মাধ্যমে প্রচারের অভিযোগে ১জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বিকাল ৪টায় মডেল থানার এ এস আই নন্দন সরকার সঙ্গীয় র্ফোস নিয়ে বাবুরহাট বাজারের একটি চায়ের দোকান থেকে কাজল হোসেন পাটওয়ারী (৩৩)কে আটক করে থানায় নিয়ে আসে।
প্রবাসীর স্ত্রীর সাথে কাজল হোসেন পাটওয়ারীর পরকীয়া সম্পর্ক নাকি প্রতারণার মাধ্যমে গলা কাটা নগ্ন ছবি প্রচারনা করেছে এনিয়ে নানা গুঞ্জন এলাকায় ছড়িয়ে পড়ছে । প্রবাসীর স্ত্রীর মা চফুরা বেগম বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং ৩৫. তারিখ ১৭.১১.২০১৪. গত মঙ্গলবার পুলিশ আটককৃত কাজলকে পনোগ্রাফী নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮ (২) (৩) ধারায় আসামী করে আদালতে প্রেরেন করে তার জামিন নাকোচ করে জেল হাজতে পাঠিয়ে দেয়।
ঘটনার বিবরনে জানায়ায় কল্যান্দীর ডাসদী গ্রামের মৃত মতিন পাটওয়ারীর মেয়েকে টুগগী আনোয়ার হোসেন খানের সাথে ৯ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে আনোয়ার সৌদি আরবে চলে যায়। তারপর প্রবাসীর স্ত্রী তার বাপের বাড়ীতে মা চফুরা বেগমের কাছে ১ ছেলে ১ মেয়েকে নিয়ে থাকেন। ডাদসী গ্রামের তাদের এক আতœীয় ইউসুফ পাটওয়ারীরর ছেলে কাজল হোসেন পাটওয়ারী তাদের বাসায় আসা যাওয়া করতো। ঐ সময় প্রবাসীর স্ত্রী সর্ম্পক গনিবুত হলে তারা কচুয়া চাষাড়া ঘুরতে গিয়ে মোবাইলে ছবি তোলে। সেই ছবি কাজল তাদের বাড়ীতে গিয়ে প্রবাসীর স্ত্রীর মোবাইল থেকে ব্লুটুথয়ের মাধ্যমে নেওয়ার সময় তাকে বাধা দেয়, এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে কাজল প্রতিশোধ নিতে প্রবাসীর ছবি নগ্ন করে প্রচার করতে থাকে। ঘটনার জানাজানি হলে মডেল থানা পুলিশ গত ২ মাস পূর্ব তাকে আটক করে থানায় নিয়ে আসলে এলাকার একটি দালাল চক্র ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায়, পরে তাকে ৫৪ ধারায় আদালতে প্রেরন করে। জেল থেকে বেরিয়ে এসে সে এই কায়দায় নগ্ন ছবি প্রচারের অভিযোগে আটক হয়্