কচুয়া প্রতিনিধি:
কচুয়া উপজেলা রিপোটার্স ইউনিটির নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ মোবাররক হোসেন মত বিনিময় করেছেন। গত সোমবার ১১ টায় সাচার দক্ষিণ বাজারস্থ ডা. সিরাজুল ইসলামের মার্কেটে রিপোটার্স ইউনিটি কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি জিসান আহমেদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম দিপুর পরিচালানয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ মোবারক হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি নুরুল হক প্রধান, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী পাঠান, দপ্তর সম্পাদক সবুর খাঁন, প্রচার সম্পাদক বিল্লাল মাসুম প্রমুখ।
সভায় এসআই মোবারক হোসেন সাচার অঞ্চলে চুরি, ডাকাতি, ইভটিজিং, মাদক নিয়ন্ত্রন তথা অপরাধমূলক কর্মকান্ডরোধ কল্পে সুশীল সমাজ ও সাংবাদিকদের এগিয়ে আসার আহবান জানান।
অপর দিকে কচুয়া উপজেলা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে সাচার বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী মেসার্স আফিয়া ষ্টীল হাউজের পরিচালক মোঃ সারোয়ার হোসেন চৌধুরী সাইদ ও ফারুক আহম্মেদ একটি কম্পিউটার টেবিল উপহার স্বরূপ প্রদান করেন। একই দিনে দুপুরে কচুয়া উপজেলা রিপোটার্স ইউনিটি কার্যালয়ে চা চক্র অনুষ্ঠানে মিলিত হন কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক আবু মুসা ও সাচার বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী মেসার্স খাঁন ট্রেডার্সের পরিচালক মোঃ হাবিবুর রহমান (শওকত) খাঁন। এ সময় তারা সাচার অঞ্চলের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য একটি সংগঠন করায় সাধুবাদ ও অভিনন্দন জানান।
কচুয়া: কচুয়া উপজেলা রিপোটার্স ইউনিটি কার্যালয়ে বক্তব্য রাখছেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ মোবাররক হোসেন।
কচুয়াঃ সাচার বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী মো: সারোয়ার হোসেন চৌধুরী সাইদ ও ফারুক আহম্মেদ কচুয়া উপজেলা রিপোটার্স ইউনিটি কার্যালয়ের জন্য কম্পিউটার টেবিলের চাবি তুলে দিচ্ছেন সংগঠনের নেতৃবৃন্দের হাতে।