বেঁেচ আছে কিনা এ নিয়ে সংশয়
কচুয়া উপজেলার কান্দিরপাড় গ্রামের অধিবাসী ও উপজেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সাইফুর রহমান বাহাদুরের কনিষ্ঠ পুত্র মোঃ মশিউর রহমান অপু (১২) ১৬ দিন যাবত নিখোঁজ রয়েছে। সে গত ২৮ জানুয়ারি সকালে তার নিজ বাড়ী কান্দিরপাড় থেকে পাশ্ববর্তী নন্দনপুর ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসায় গিয়ে বাড়ী ফিরেনি। মশিউর রহমান অপু বর্তমানে বেঁেচ আছে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে তার পরিবার। তবে মশিউর রহমান অপু কি অভিমান করে কোথাও চলে গেছে, নাকি সে অপহরণ হয়েছে তারও সঠিক কিছু বলতে পারেনি অপুর পরিবার।
এদিকে পুত্রকে ফিরে না পাওয়ার শোকে পিতা সাইফুর রহমান বাহাদুর রাস্তায় রাস্তায় ঘুরে পাগল প্রায় হয়ে পড়েছে। এ ঘটনায় নিখোজ মাদ্রাসা ছাত্রের পিতা সাইফুর রহমান বাহাদুর কচুয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন, যার নং ৩২৮। কোন সু-হৃদয়বান ব্যক্তি মাদরাসা ছাত্র মশিউর রহমান অপুর সন্ধান পেলে তার পিতা সাইফুর রহমান বাহাদুরের ০১৮১৭-৫৮৭৮২৮ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সন্ধানদাতাকে সম্মানিত করা হবে।