মোহাম্মদ মহিউদ্দিনঃ
কচুয়ার ঐতিহ্যবাহী রহিমানগর ঝিলমিল সাংস্কৃতিক সংঘ কর্তৃক আয়োজিত ১০দিন ব্যাপী পিঠা উৎসব ২০১৫ এর শুভ উদ্বোধন করলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। গত মঙ্গলবার বিকেলে রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. মোঃ হেলাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর টেলিকনফারেন্সের মাধ্যমে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন। কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ঝিলমিল সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা মোঃ আলমগীর তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, গোহট দক্ষিন ইউপি চেয়ারম্যান আমির হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন। বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মাহবুব উল্যাহ চৌধুরী ফরহাদ, কচুয়া পৌর যুবলীগের আহবায়ক ফুয়াদ হাসান, উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ঝিলমিল সাংস্কৃতিক সংঘের উপদেষ্টা রাকিবুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ঝিলমিল সাংস্কৃতিক সংঘের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে।
কচুয়া ঃ কচুয়ার রহিমানগরে ১০দিন ব্যাপী পিঠা উৎসবে বক্তব্য রাখছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন।