জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়ায় খেলতে গিয়ে গলায় কাপড় পেছিয়ে ফরহাদ হোসেন (৭) নামের এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলার পালাখাল আব্দুল খালেক চেয়ারম্যানের বাড়িতে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ফরহাদ হোসেনের পরিবারের মাঝে শোকের মাতম বইছে।
জানা গেছে, পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও একই গ্রামের মোঃ সুজ্জাত আলীর শিশু পুত্র বাড়ির পাশে অন্যান্য শিশুদের সাথে দোল খেলছিলো। আকষ্মিকভাবে শিশুটি কাপড়ে পেছিয়ে গলায় ফাঁস লেগে তাৎক্ষনিক শিশুটি মারা যায়। নিহত ফরহাদ হোসেন কচুয়ার ৪নং পূর্ব সহদেবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল খালেকের নাতি। গত রবিবার বিকেলে জানাযা শেষে শিশুটির লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।