জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৩নং ওয়ার্ডের কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে দূর্গাপুর দক্ষিণ পাড়া আয়েত আলী মেম্বার সুপার মার্কেটের সামনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের আব্দুল জব্বারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ডা. গিয়াস উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইসমাইল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য শাহআলম প্রধান। এসময় ইউণিয়ন যুবলীগ নেতা কাজী আব্দুল বাতেন, আব্দুল কুদ্দুস, সাইফুল ইসলাম, নূরুন্নবী পাঠানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বেশকিছু নেতা কর্মী উপস্থিত ছিলেন। সভায় এ ওয়ার্ডে আওয়ামীলীগের কার্যক্রম সাংগঠনিক ভাবে গতিশীল গড়ার লক্ষ্যে পূর্বের কমিটি বিলপ্ত করে আগামী ১ সপ্তাহের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়।