ডাক্তার ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
পৌর কাউন্সিলর কামাল হোসেন
জিসান আহমেদ নান্নু ঃ
কচুয়া পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত মোঃ কামাল হোসেন অন্তরের শয্যা পাশে দাঁড়িয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ দলীয় নেতাকর্মীরা। গত ২৬ জানুয়ারি বিকেলে চান্দিনা উপজেলার কৈলাইন নতুন বাজার এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠান থেকে কচুয়া আসার পথে পৌর কাউন্সিলর কামাল হোসেন বিপরীত মুখী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষে গুরতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া মডার্ণ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করে সেখানে তার অবস্থা বেগতিক দেখে ঐ হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ সৈয়দ শিশ মুহাম্মদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। সেখানে ডাক্তারের পরামর্শ্বে আহত পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তরের ডান পায়ের থেতলে যাওয়া একটি আঙ্গুল কেটে ফেলা হয়। পরবর্তীতে তিনি কচুয়া বিশ্বরোডস্থ মডার্ণ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের তৃতীয় তলার ৩০৩ নং কেবিনে পুনরায় ভর্তি হয়। সেখানে ওই হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ সৈয়দ শিশ মুহাম্মদের তত্ত্বাবধানে তার ঐকান্তিক প্রচেষ্টায় ধীরে ধীরে সুস্থ্য হয়ে ওঠেন। আহত পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর জানান, একজন ভালো ডাক্তার যেকোনো রোগীর প্রকৃত বন্ধু। আমি ব্যক্তিগত ভাবে এ হাসপাতালে ভর্তি হয়ে বুঝতে পারলাম ডাক্তার সৈয়দ শিশ মুহাম্মদ একজন অসুস্থ্য মানুষের প্রকৃত সেবক। আল্লাহ পাকের অশেষ ইচ্ছায় ও তাঁর হাতের ছোয়ায় (ডাঃ শিশ মুহাম্মদ) আমি সুস্থ্য হতে পেরেছি। তাই আমি ডাঃ সৈয়দ শিশ মুহাম্মদের প্রতি ও আমার নেতা ড. মহীউদ্দীণ খান আলমগীর এমপিসহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। প্রসঙ্গত: কচুয়া পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হলে তার শর্য্যাপাশে গিয়ে খোজ খবর নেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি, কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, কাদলা ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন, যুগ্ম আহবায়ক শাহজালাল প্রধান, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়সহ দলীয় অসংখ্য নেতাকর্মী।