জিসান আহমেদ নান্নু, কচুয়া:
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভা কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক সফল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, বিদ্যালয় প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য কলিম উল্যাহ, মনির হোসেন মেম্বার, মিজানুর রহমান, মো: মোস্তফা কামাল, বিদ্যুৎ সাহী সদস্য মিন্নত আলী তালুকদার, শিক্ষক প্রতিনিধি শাহ আলম পাটওয়ারী প্রমুখ।