জিসান আহমেদ নান্নু, কচুয়া ঃ
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা এম.এম উচ্চ বিদ্যালয়ের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বার্ষিক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব আহমেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, পীরে কামেল হযরত মাওঃ আঃ হাই জৈনপুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান এবং ওই বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বুলবুল মিয়া, সাবেক সদস্য শহীদ ভূইয়া, আঃ রব দর্জি, বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক নোয়াব আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ঃ মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ১শ’১২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবে।
কচুয়া ঃ মাঝিগাছা এমএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিলে বক্তব্য রাখছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রাজীব আহমেদ রাজু।