কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন (৪০) ুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে দিকে এই মর্মান্তিক সড়কদুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার হাজী বাড়ির মানিক মিয়ার ছেলে। তিনি ফ্ল্যাট ও সমবায় ব্যবসা করতেন।
একই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন কক্স্রবাজারের হোটেল সি আরাফাতের পার্টনার ও হাজীগঞ্জ পরিবহন শ্রমিক নেতা মাসুদ কালু ও ওই হোটেলের সুপারভাইজার তারেক বাবু। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হোটেল সি আরাফাতের ফ্রন্ট ডেস্কের কর্মকর্তা মো মইনুল হোসেন জানান, বৃহস্পতিবার রাতে মাইক্রোবাস যোগে তারা চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে সাতকনিয়া উপজেলার কেরানীর হাট এলাকায় রডবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর হোসেনসহ তারা তিনজন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।