মোহাম্মদ হাবীব উল্যাহ্ ঃ
হাজীগন্জ উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের একাংশ ও ৭নং বড়কুল ইউনিয়নকে অঘোষিত প্রত্যন্ত অঞ্চল বলা হতো । উলে¬ক্ষিত অঞ্চলের যাতায়াত ব্যবস্থা ছিল নৌকা আর কাচাঁ সড়ক নির্ভর । স্বাধীনতার ৪৩ বছরেও উন্নয়নের তেমন কোন ছোঁয়া লাগেনি । প্রতিনিয়ত কোন না কোন দূর্ঘটনা ঘঠতো, যা ছিল ওই এলাকার মানুষের নিত্যসংগী । সাধারন মানুষের পাশাপাশি সবচেয়ে বেশি বিড়ম্বনা আর ভোগান্তির স্বীকার হতে হয়েছে স্কুল,কলেজগামী ছাত্র-ছাত্রীসহ অসুস্থ রোগিদের নিয়ে । বেগ পেতে হয়েছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনি ও ফায়ার সার্ভিসকে । শুধুমাত্র একটি ব্রীজ আর প্রশস্ত রাস্তার অভাবে । কিন্তু না ব্রীজের অভাবটি এখন আর নেই, সম্প্রতি তা পূরণ করে দিয়েছেন চাঁদপুর ৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য,সাবেক সফল সরাষ্ট্র মন্ত্রী ,নৌ পরিবহন মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উওম । গত —তারিখে ব্রীজটির আনুষ্ঠানিক উদ্ভোধনের মধ্য দিয়ে নদীর দক্ষিনাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন পূরন ও দু:খ,দূর্দশার লাঘব করলেন । ব্রীজটির আনুষ্ঠানিক উদ্ভোধনের দিন উপস্থিত ছিলেন হাজার হাজার সাধারন জনগন,যারা স্বর্তপূর্ত উদ্দিপনায় এসেছিলেন। তাদের চোখে মুখে ছিল আনন্দের বন্যা ও উচ্ছাস । এবং সবার মুখে মুখে ছিল একটাই তৃপ্তির সুর যে, মেজর রফিকুল ইসলামের বীর উওমের পক্ষেই সম্ভব হয়েছে আমাদের এই স্বপ্নের ব্রীজটি করে দেওয়া । ব্রীজটির সাথে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সবচেয়ে দীর্ঘ প্রায় ৮ কিলোমিটার সরু কাঁচা সড়কটির উন্নয়ন ও পাকাকরনে প্রায় ১১ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ন হওয়ার পথে । হয়তো মাস খানেকের মধ্যেই কাজটি শুরু করা যাবে বলে যানা গিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলি সূএে ।