জিসান আহমেদ নান্নু,কচুয়া:
বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক সিকদার বলেছেন, আমাকে বহিস্কার কিংবা বিতারিত করার ক্ষমতা কচুয়া উপজেলা আওয়ামীলীগ রাখে না।আমি দল থেকে বিতারিত হই কিভাবে, আমার শ্রম ঘাম সব কিছুই আওয়ামীলীগের জন্য।মাঝিগাছা এম এম উচ্চ বিদ্যালয়ে পড়া শুনা কালীন তৎকালীন ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করি।সে থেকে দীর্ঘ ২৬ বছর ধরে দল ও এলাকাবাসীর সেবা করে আসছি। দলকে আমি দিয়েছি,দল আমাকে কি দিয়েছে, দিয়েছে শুধু নাম ও পরিচিতি।
তিনি আরো বলেন আপনাদের দোয়ায় কৃন্দ্রীয় নেতা হয়েছি,চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।সুতারাং আমার রক্তের সাথে আওয়ামীলীগের রাজনীতি মিশে আছে।গত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গেঁ তিনি বলেন,আমি দলের বাহিরে নির্বাচন করি নাই।নির্বাচনের ৬ মাস পূর্বে আমার প্রিয় নেতা, কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর মহোদয় আমাকে মনোনয়ন দিয়েছিলেন। পরবর্তীতে ১৫ মার্চ তারিখে নির্বাচনের ৪ দিন পূর্বে আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিলে তা জনগনের কারনে প্রত্যাহারের সুযোগ ছিল না।রাজনীতি মানেই সেবা।এ ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর গত সাড়ে ৩ বছরে ইউনিয়ন বাসীর কল্যানে প্রায় ৩৪ কোটি টাকার উন্নয়ন করেছি।নির্বাচনের পূর্বে অবহেলিত দূর্গাপুর বাসীকে বলেছিলাম, নিন্দপুর আমার গ্রাম,আমার গ্রামের মতো এ গ্রামকে উন্নয়ন করব।আগামী কিছু দিনের মধ্যে সাচার-দূর্গাপুর-বিতারা সড়ক পাকা করনের জোড় প্রচেষ্টাসহ এ এলাকার সকল উন্নয়ন কর্মকান্ড হাতে নেব।তিনি গতকাল শুক্রবার দুপুরে কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জলা বিতারা-দূর্গাপুর দৃষ্টি নন্দন নতুন সড়কের ৪ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত মাটি ভরাটের কাজের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত দূর্গাপুর দক্ষিন বাজারে বিশাল পথসভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।
স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন মোল্লার সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা ওয়াহিদুর রহমানের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ডাঃ রুহুল আমিন, ইঞ্জিঃ আঃ মালেক,রুহুল আমিন,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার, যুবলীগ নেতা সফিকুল ইসলাম ও ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক শাহ আলম প্রধান।এ সময় অ্যাডঃ জসিম উদ্দিন প্রধান,ইউপি সচিব সাগর চন্দ্র দাস,ইউপি সদস্য নরুল ইসলাম,মনির হোসেন,মহিলা সদস্য মাকসুদা বেগম,সেলিনা আক্তার,তফুরা বেগম,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ ইয়াছিন মুন্সী,ছাত্রলীগ নেতা মোঃ ইমরান হোসেন,মিঞা মোঃ সোহেল সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ’ নেতা কর্মী উপস্থিত ছিলেন। একই দিনে ইসহাক সিকদার দূর্গাপুর গ্রামের বিভিন্ন সময়ের মারা যাওয়া দলীয় নেতা কর্মীদের কবর জিয়ারত করেন।
কচুয়া:কচুয়ার দূর্গাপুর গ্রামে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত পথসভায় প্রধান অথিতির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক সিকদার।
কচুয়া:কচুয়ার দূর্গাপুর-জলা বিতারা দৃষ্টি নন্দন সড়কের মাটি কেটে ভরাট কাজের শুভ উদ্বোধন করছেন কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য ও বিতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক সিকদার।