মানিক দাস, চাঁদপুর ॥
সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলির গাড়ীতে অগ্নিসংযোগের ঘটনায় চাঁদপুন মডেল থানা পুলিশ বাদী হয়ে ১৬ জনের নাম প্রকাশ করে অজ্ঞাত ৪০ জনকে আসামী করে ৫৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।
উল্লেখ্য চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলির গাড়ীতে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুবৃত্তরা। রোববার সন্ধ্যায় এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটিয়েছে। ঘটনার বিবরনে জানাযায়, রোববার মাগরিব নামাজের মুহূর্তে কয়েকজন অজ্ঞাত যুবক হঠাৎ এসে সড়ক ভবনের গেইট দিয়ে প্রবেশ করে। তাৎক্ষনিক তারা ডিউটিরত শরিফুল্লাহকে ধাক্কা দিয়ে ছুরির ভয় দেখায়। এ সময় কয়েকজন গাড়ীটির কাছে গিয়ে পেট্রোল ঢেলে গাড়ীতে আগুন ধরিয়ে দেয় বলে শরিফুল্লাহ জানায়। অজ্ঞাত দুবৃত্তরা সাথে সাথেই স্থানত্যাগ করে। চাঁদপুর মডের থানার উপ-রিদর্শক মোঃ আনোয়ার হোসেন ঐ রাতেই প্যানেল কোর্ট ১৪৩/৪৪৮/৪৩৬/৫০৬/৩৪ ধারায় অপরাধ সহ ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)(ক)(৩)/১৬(২) ধারায় অপরাধ সংঘটিত করার বর্ণিত আসামী আফজাল হোসেন বেপারী, নরুল আমিন খান আকাশ, বশির আহমেদ রিপন, আব্দুল্লাহ আল মামুন, গনি গাজী, মোঃ হান্নান তালুকদার, মোঃ সেলিম তালুকদার, মাসুদ মাঝি, খান মোঃ নিয়াজ মোর্শেদ, শুক্কুর মাস্তান, সোহাগ মুন্সী, বায়েজীদ, আব্দুর রশিদ, শাহাদাৎ হোসেন, মোশারফ হোসেনসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামী করা হয়েছে। চাঁদপুর মডেল থানার মামলা নং- ২। তারিখ ১লা মার্চ ২০১৫।