আমার কণ্ঠ রিপোর্ট:গত ১৮ ডিসেম্বর ২০১৪ইং তারিখে হাজীগঞ্জ পৌরসভার নিজস্ব সম্পত্তি পৌরসভা ভবনের উত্তর-পশ্চিম কোনায় আধা-পাকা দালান ঘর থেকে অবৈধভাবে দখলের অভিযোগে একজনকে আটক করা হয় এবং এ ব্যাপারে হাজীগঞ্জ পৌরসভা কর্তৃক একটি এজাহার হাজীগঞ্জ থানায় দায়ের করে। যার মামলা নং-১৪ (১৮/১২/২০১৪ইং)। ঘটনার বিবরণে জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার ২১৪নং টোরাগড় মৌজার সিএস ৫৪৮ নং দাগে হাজীগঞ্জ সহকারী পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেলের কার্যালয়ের উত্তর পাশে হাজীগঞ্জ পৌরসভার মালিকানাধীন আধা-পাকা ঘর অবৈধ দখলের উদ্দেশ্যে এবং অনধিকার প্রবেশ করিয়া ঘরে থাকা ৪টি পুরাতন ফ্যান, ২টি চৌকাঠ, ২টি সেক্রেটারি টেবিলসহ আনুমানিক ২৫ হাজার টাকা মুল্যের মালামাল নিয়ে যায় স্থানীয় টোরাগড় মৃত মেজবা উদ্দিনের ছেলে মো: বাবুল কাজী। এ ব্যাপারে হাজীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হলে সাথে সাথে থানার পুলিশ গিয়ে বাবুল কাজীকে আটক করে এবং আটককৃত বাবুল কাজী সাথে থাকা মো: দুলাল মিয়া (জামাই দুলাল) সহ আরো কয়েকজনের নাম প্রকাশ করে। অভিযোগে প্রকাশ, বাবুল কাজী ও জামাই দুলাল পৌরসভার এ সম্পত্তি দখলের জন্য বহু আগে থেকে বিভিন্ন পরিকল্পনা নিতে থাকে। তার এই ধারাবাহিকতায় ১৮ ডিসেম্বর বাবুল কাজী সহ সঙ্গীয় পৌরসভার এ সম্পত্তি দখলের পায়তারা করে। পৌরসভার কর্তৃপক্ষের হস্তক্ষেপে আর করতে পারেনি।