amarkantha
হাজীগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মজিুবর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আলীগঞ্জ পিটিআই মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার। তিনি ক্ষুদে খেলোয়াড়সহ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি তোমাদের নিয়মিত খেলাধূলায় অংশ গ্রহণ করতে হবে। খেলাধূলা শারিরিক ও মানসিক বিকাশে সহযোগিতা করে।
তিনি আরো বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। আমরা সবাই সু-শিক্ষা অর্জন করবো। আমরা পিতা-মাতা, শিক্ষক ও বড়দের সম্মান এবং ছোটদের ¯েœহ করবো। তাদের আদেশ উপদেশ মেনে চলব।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বকাউলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক তপাদার, হাজীগঞ্জ প্রেসকাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির। উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মিজানুর রহমান, ইন্সট্রাক্টর (ইউআরসি) ছরওয়ার জাহান, সহকারি শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, জামাল হোসেন, আক্তার হোসেন, নাছরিন আক্তার।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামাল হোসাঈন চৌধুরী ও হাজীগঞ্জ প্রেসকাবের প্রচার সম্পাদক এস.এম মিরাজ মুন্সীর যৌথ পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সায়দুল বাসার জুয়েল, সহ-সম্পাদক এমরান হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক বজলে আজিম আরমান, শিক্ষা সম্পাদক কামাল হোসেন।
খেলায় বঙ্গবন্ধু শেখ মজিুবর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান নাসিরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়, রানার্সআপ বলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ান সন্না সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রানার্সআপ মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।