হাইমচর উপজেলা পরিষদ নির্বাচনের বাকি আছে আর মাত্র ক’দিন। তাই প্রার্থীদের চলছে নির্ঘুম প্রচার-প্রচারণা। ইতিপূর্বে দুবার নির্বাচন হওয়ার তারিখ হলেও সীমানা নির্ধারণ সংক্রান্ত মামলার কারণে প্রথম দফায় নির্বাচন হয়নি। দ্বিতীয় দফায় বন্যার কারণ দেখিয়ে নির্বাচন না হওয়ায় হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন আদৌ হবে কি-না তা নিয়ে ছিলো নানা জল্পনা-কল্পনা। অবশেষে সকল জল্পনা-কল্পনা ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার হাইমচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রার্থীদের সমর্থনে লোকজন ভোর থেকে শুরু করে রাত অবদি ভোট চাচ্ছে। মাইকিং করে নানা ছন্দে ভোট ভিক্ষা চাচ্ছেন প্রার্থীর পক্ষের লোকজন। এমনকি দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য জেলা নেতৃবৃন্দ হাইমচরে অবস্থান নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। কাকডাকা ভোর হতে শুরু করে প্রার্থীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নানা প্রতিশ্র“তি দিয়ে ভোট প্রার্থনা করছেন। তবে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে ভোটারগণ কোনো প্রার্থীকেই ‘না’ বলে হতাশ করছেন না।
নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন পাটওয়ারী (দোয়াত কলম), স্বতন্ত্র পরিচয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কায়কোবাদ চুন্নু মিয়া সরকার (কাপ পিরিচ), বর্তমান চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়া (মোটর সাইকেল), বিএনপি সমর্থিত প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হারুন-অর-রশিদ পাটওয়ারী (আনারস) এবং বিএনপি নেতা অ্যাডঃ মোখলেছুর রহমান (ঘোড়া)। ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) আওয়ামী লীগ সমর্থিত মোঃ সোহেল হাওলাদার (উড়োজাহাজ), স্বতন্ত্র মোঃ কবির হোসেন (চাপকল), মোঃ মনির সরকার (বই), মোঃ ফজলুর রহমান (চশমা), ভাইস চেয়ারম্যান পদে (মহিলা) আওয়ামী লীগ সমর্থিত সেলিনা আক্তার শেফালী (হাঁস) ও বিএনপি সমর্থিত মাকছুদা বেগম (ফুটবল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে জেলা ও উপজেলা নির্বাচন অফিস ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। কে হচ্ছেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান তথা উপজেলার অভিভাবক তা নিয়ে চলছে ভোটারদের মাঝে চুলচেড়া বিশ্লেষণ।