ডাকাতিয়া নদীর উপর হাজীগঞ্জের বড়কুল, শাহরাস্তি সূচীপাড়া ব্রীজ করা হবে
মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম
মোহাম্মদ হাবীব উল্যাহ ঃ
চাঁদপুর- ৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, আওয়ামীলীগ সরকার ১১ বছরে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় যে পরিমান উন্নয়ন করেছে তা একটি মাইলফলক হিসেবে আলোচিত থাকবে। অতিতের কোন সরকারের আমলে এতো উন্নয়ন করা সম্ভব হয়নি। হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় এখন আর বাশের সাকো নেই। প্রত্যেকটি স্থানে ব্রীজ কালভার্ট যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এর মধ্যে জনগুরুত্বপূর্ণ ডাকাতিয়া নদীর উপর হাজীগঞ্জ-শারাস্তি নির্বাচনী এলাকায় ৭টি ব্রীজ সহ ৬শরও অধিক কালভার্ট ২৬০কি.মি রাস্তা পাকা করণ, ৩শর অধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জ বাজার সেতু, পশ্চিম বাজার মিঠানিয়া ব্রীজের কাজ সম্পন্ন করা হয়েছে। বলতে গেলে হাজীগঞ্জ-শাহরাস্তিতে উন্নয়নের জোয়ার বইছে। তাই আওয়ামীলীগ সরকার এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে বার বার প্রয়োজন। কারন আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার কাছে অভিযোগ রয়েছে কিছু কিছু ব্যক্তি সরকারের সম্পত্তি অবৈধভাবে জোর দখল করে রয়েছে। যেসকল উন্নয়নের কাজ টেন্ডারে দেয়া হয় সেসকল কাজেও দূর্ণীতির অভিযোগ রয়েছে। এছাড়াও বিদ্যুৎ সংযোগের নামে সীমাহীন চাঁদাবাজি চলছে। এসব দূর্নীতিবাজ ও চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। তিনি আরো বলেন, সরকার সাধারণ মানুষকে বিনা পয়সায় বিদ্যুৎ দেওয়ার পদক্ষেপ নেন। কিন্তু একশ্রেণীর দূর্ণীতিবাজরা সংযোগ দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আমি পল্লী বিদ্যুতের জিএম’কে নির্দেশ দিয়েছি হাজীগঞ্জ-শাহরাস্তির প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌছে দিতে আর কতটি সংযোগের প্রয়োজন? তা আমাকে মাস্টার প্লান করে জানান। ২০২০সালের মধ্যে হাজীগঞ্জ-শাহরাস্তির প্রতিটি ঘরে ঘরে বিনা পয়সায় বিদ্যুৎ পৌছে দেয়া হবে।
মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আমি এক সময়ে সাংবাদিকতা করেছি। আমি আপনাদেরই একজন। যারা অবৈধভাবে সরকারের সম্পত্তি দখল করে রয়েছে, উন্নয়ন কাজে যারা দূর্ণীতি করছে এবং বিদ্যুৎ সংযোগের নামে যারা সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে সংবাদ ও প্রতিবেদন প্রকাশ করুন এবং আমাকে জানান। আমি আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো। দূর্ণীতিবাজদের এখনই দমন করতে হবে। গত ১লা মার্চ হাজীগঞ্জ প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথগুলো বলেন।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে ও কার্যকরী কমিটির সদস্য আরিফ ইমাম মিন্টু ও খালেকুজ্জামান শামীমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, হাজীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আলহাজ্ব আবদুর রশিদ মজুমদার, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব আবদুল মান্নান খান, স্বাধীনতা পদক প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ারম্যান আল্লামা বাহদুর শাহ, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম, ঢাকা মহানগর কলাবাগন থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক গাজী মোঃ মাঈনুদ্দীন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আলহাজ্ব ইমাম হোসেন, হাজীগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি মাহবুব-উল-আলম লিপন, সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ খসরু, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ মোঃ মাকসুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব অরুনসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন, জেলা ও উপজেলার বিভিন্নস্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সূধীজন।