জিসান আহমেদ নান্নু,কচুয়া:
ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ি সংলগ্ন স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ভূইয়া গুরুত্বর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকা ফেরার পথে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় কামরুন নাহার ভূইয়া ছাড়া ও তার গাড়ী চালক রাসেল (২৮) গুরুতর আহত হয়ে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (সার্জেন্ট) আসাদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মুখী একটি ট্রাক (নোয়াখালী ট-০০৭৫) ও ঢাকা মেট্রো ঘ-১৩-২৯৪৬ মুখামুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রো গাড়ীতে থাকা কচুয়ার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়া ও চালক রাসেল গুরতর আহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ সংঘর্ষে ধুমরে মুচরে যাওয়া গাড়ী দু’টি উদ্ধার করে হাইওয়ে পুলিশ হেফাজতে নিয়ে আসে এবং আহতদের ঢাকায় প্রেরন করে।