ফরিদগঞ্জ ব্যুরো:
ফরিদগঞ্জ থানা পুলিশ উপজেলার দায়চারা এলাকা থেকে কুমিল্লার তিতাস থানার একটি হত্যা মামলার অভিযুক্ত আসামী হিসেবে জয়নাল আবেদিন(৪০) নামে এক মসজিদের ইমামকে আটক করেছে। অভিযুক্ত এই ইমাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার একটি জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। ফরিদগঞ্জ থানা পুলিশ শুক্রবার রাতে তাকে আটকের পর শনিবার দুপুরে আদালতে প্রেরণ করেছে।
জানা গেছে, জয়নাল আবেদিন কুমিল্লা জেলার তিতাস উপজেলার সাত আনী ইউনিয়নের নয়াকান্তি মধ্যপাড়া জামে মসজিদের এক যুগ ধরে ইমামতি করতো। একই সাথে উপজেলার মঙ্গলকান্দি ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সহকারি শিক্ষক হিসেবেও চাকুরি করতো। কিন্তু সম্প্রতি জামাত-শিবিরের সংশ্লিষ্টতার অভিযোগে স্থানীয় লোকজন তাকে ওই মসজিদের ইমামের পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়। এই নিয়ে তার উপস্থিতি গত ৩ এপ্রিল ওই মসজিদে জুমার নামাজের পুর্বে ইমামকে অব্যাহতি ও নতুন ইমাম নিয়োগ নিয়ে আলোচনার একপর্যায়ে তুমুল হট্টোগোল সৃষ্টি হলে উত্তেজিত অবস্থায় স্থানীয় এক প্রভাবশালী নেতা মিজানুর রহমান ঘটনাস্থলে হৃদরোগে আক্রান্ত হয়। পরে হাসপাতালে নেয়ার পর সে মারা যায়। এনিয়ে মিজানুর রহমানের বড় ভাই বাদী হয়ে তিতাস থানায় ইমাম জয়নাল আবেদীনসহ লোকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে (নং-৩। তাং-৩/৪/২০১৫। ধারা-৩০২/৩৪)। সেই মামলার আসামী হিসেবে ফরিদগঞ্জ থানা পুলিশের এএসআই রনজিৎ শুক্রবার রাতে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করে । পরে তিতাস থানা পুলিশ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।