চৌধুরী ইয়াসিন ইকরাম ॥ চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে গভীর রাতে দুর্বৃত্তরা সিএনজিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। গত রবিবার রাত সাড়ে ১২টায় পল্লী বিদ্যুৎ ও মহামায়া এলাকার মাঝখানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় সিএনজিটি পুড়ে যায়। এ ঘটনায় চালক যাত্রীদের কারো কোন ক্ষয়ক্ষতি হয়নি।
জানা যায়, চাঁদপুর লঞ্চ ঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজিটি হাজীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। ঘটনাস্থলে যাওয়ার পর দুর্বৃত্তরা সিএনজিটি গতিরোধ করে যাত্রী ও চালকদের নামিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে। ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জলন্ত সিএনজিটির আগুন নিভাতে সক্ষম হয়। ঘোষের হাট ও মহামায়া এলাকায় টহলরত চাঁদপুর মডেল থানার এসআই খালেকুজ্জামান ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা ছাত্রদলের আহ্বায়ক ও জামাত-শিবিরের নেতাকর্মীদের আটক করায় বিরোধী দলীয় জোটের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে এ নাশকতার ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঐ এলাকায় টহল দেয়া সত্ত্বেও তাদের চোখ ফাঁকি দিয়ে দুর্বৃত্তরা এ ধরণের ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।