প্রেস বিজ্ঞপ্তি :
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষ্যে পৌর পরিষদের মাসিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক জনস্বার্থে এবং রমজানের পবিত্রতা রক্ষা, ধর্মীয় ভাব গাম্ভীর্য্য বজায় রাখার নিমিত্তে-অধিক মুনাফায় দ্রব্য সামগ্রী বিক্রি না করে ন্যায্য মূল্যে বিক্রি করা, হোটেল রেস্তোরায় পঁচা-বাসি খাবার বিক্রয় না করা এবং পরিবেশ পরিস্কার-পরিছন্ন রাখা, জনগনের চলাচল স্বাভাবিক রাখতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ফুটপাট বা রাস্তার উপর না রাখা, সিএন্ডবি রাস্তার দু’পার্শ্বে ইফতারির দোকান স্থাপন না করা এবং ঢাকনা বিহীন অস্বাস্থ্যকর, পঁচা, বাঁসি ইফতার বিক্রয় হতে বিরত থাকা, শহর পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা ফেলা, পৌরসভা নির্ধারিত মূল্যে গরুর গোস্ত বিক্রয় করা এবং যানজট নিরসনে সহায়তাসহ উল্লেখিত সিদ্ধান্ত সমূহ যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করণের লক্ষ্যে সম্মানিত পৌরবাসীও ব্যবসায়ীগনের প্রতি বিনীত অনুরোধ করা যাচ্ছে।
উল্লেখিত সিন্ধান্ত সমূহ বাস্তবায়নে/জনস্বার্থে পৌরসভার পক্ষে, হাজীগঞ্জ পৌরসভার বাজার মূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটি সার্বিকভাবে তদারকি করবেন। পাশাপাশি উপজেলা প্রশাসনসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদারকি অব্যাহত থাকবে।
এ বিষয়ে সম্মানিত পৌরবাসী ও ব্যবসায়ীবৃন্দের সচেতনতা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
অনুরোধক্রমে-
(আঃ সঃ মঃ মাহবুব-উল-আলম লিপন)
মেয়র,হাজীগঞ্জ পৌরসভা
হাজীগঞ্জ, চাঁদপুর।