অনলাইন ডেস্ক :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে খালেদা জিয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ এ আবেদন খারিজ করে দেন।
এ আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, হাইকোর্টের এ আদেশের ফলে নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া।
সকালে খালেদা জিয়ার রিটের শুনানিতে বিচারপতি জে বি এম হাসানের কোর্টে লিখিত অনাস্থা জানান খালেদার আইনজীবীরা। আদালত তাদের অনাস্থা আবেদন খারিজ করে রিটের শুনানি করতে বলেন।
ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আদালতকে বলেন, আমরা এই কোর্টে অনাস্থা জানালে আপনি তা খারিজ করে দিয়েছেন। আমরা এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।
এরপর আদালত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে রিট আবেদনের বিরুদ্ধে শুনানি করতে বলেন। তিনি শুনানি শুরু করলে খালেদা জিয়ার আইনজীবীরা আদালত বর্জন করেন।
শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান রিটটি খারিজ করে দেন।
প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে করা খালেদা জিয়ার রিট আবেদনের উপর ১১ ডিসেম্বর দ্বিধাবিভক্ত আদেশ দেন হাইকোর্ট।ফলে মামলাটি প্রধান বিচারপতির কাছে যায়। তিনি রিটটি শুনতে বিচারপতি জে বি এম হাসানের একক বেঞ্চে পাঠিয়েছিলেন।
খালেদা জিয়া বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু দুর্নীতি মামলায় দণ্ডিপ্রাপ্ত হওয়ায় রিটার্নিং কর্মকর্তারা তার মনোনয়নগুলো বাতিল করে দেন।