চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডের চাঁদপুর সরকারি কলেজের শেরেবাংলা ছাত্রাবাসে মাদক উদ্ধারে মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সস্ম্রাট শাশীম (কেটলি) সহ দুইজনকে ১শ’ পিচ ইয়াবাসহ আটক করেছে। চাঁদপুর মডেল থানার ওসি তদন্ত আরিচুল হকের নেতৃত্বে এএসই আহসানুজ্জামান লাবু, নোমান সিদ্দীকী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় মাদক ব্যাবসায়ি শামীমের কাছ থেকে ইয়াবা বিক্রির ৫৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ শেরেবাংলা ছাত্রবাসের সাইফুল পাটওয়ারীর ১১৩নং কক্ষে অভিযান চালিয়ে ১শ’ পিচ ইয়াবাসহ চিত্রলেখা মোড়ের গিনি হাউজের স্বত্বাধিকারী মৃতঃ আব্দুল আজিজের মেজ ছেলে শামীম (৩২), প্রফেসার পাড়ার মাঝি বাড়ির জুলাস মাঝির ছেলে জসিম (২৭)কে আটক করে। পুলিশ শেরেবাংলা ছাত্রাবাসের ১১৩নং কক্ষে প্রবেশ করার পর সাইফুল পাটওয়ারী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানায়।