চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএপির ১০ কর্মী আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত জেলার চার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে, ফরিদগঞ্জে তিন, হাজীগঞ্জে দুই, কচুয়ায় দুই, মতলবে তিন জন।
পুলিশে জানায়, অবরোধে নাশকতার পরিকল্পনা করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের অধিকাংশের বিরুদ্ধে পুর্বেও নাশকতার মামলা রয়েছে। চাঁদপুরের পুলিশ সুপার মো.আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।