মানিক দাস, চাঁদপুর ॥ শুক্রবার বিকেলে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের এক যৌথ সভায় আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে দলের একক মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি নাছিরউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ মার্চ নয় বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। যৌথ সভায় বক্তারা নাছিরউদ্দিনকে বিজয়ী করার জন্য নেতা-কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।
জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোঃ শামছুল হক ভূঁইয়া এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা: দীপু মণি এমপি, আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রমুখ।