জিসান আহমেদ নান্নু ঃ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, সাংবাদিকরা আলোকিত সমাজের অংশ, দেশের কল্যাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন ছাড়া কোন সাংবাদিক প্রতিষ্ঠিত হতে পারে না। তাই বস্তুনিষ্ঠ সংবাদ আহরণ ও প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করবেন এটাই সকলের প্রত্যাশা। তিনি গত শনিবার দুপুরে উপজেলা অফিসার্স মিলনায়তনে কচুয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
কচুয়া প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে ও কার্য-নির্বাহী সদস্য সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, চাঁদপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও গোলাম কিবরিয়া জীবন। এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ্যের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান। এসময় গোহট দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা যুবলীগের আহবায়ক নাজমুল আলম স্বপন, যুগ্ম-আহবায়ক শাহজালাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা তাছলিমা চৌধুরী, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক হাবিব মজুমদার জয়সহ স্থানীয় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়া প্রেসক্লাবের সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করেন। একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মাঠে মরহুম জালাল আলমগীর স্মৃতি মটর সাইকেল ক্রিকেট টূর্ণামেন্ট, উপজেলা পরিষদ মিলনায়নে দুঃস্থ্যদের মাঝে চেক বিতরণ, উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনে দোকান বরাদ্দ উদ্বোধন, দক্ষিণ মাঝিগাছা গ্রামের ৪১টি পরিবারের সদস্যদের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন ও পূর্ব মাঝিগাছা কালা হাজী বাড়ীতে সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ স্থান পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে কম্বল ও কাপড় বিতরণ করেন।
কচুয়া-১ ঃ কচুয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে ফুল দিয়ে বরণ করছেন প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন।
কচুয়া-২ ঃ কচুয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সদস্যদের মাঝে ব্লেজার তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
কচুয়া-৩ ঃ কচুয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে কচুয়া থানার নবাগত ওসি ইব্রাহীম খলিলকে ফুল দিয়ে বরণ করছেন পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম দিপু।
কচুয়া-৪ ঃ কচুয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে সকল সদস্যদের সাথে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশিরসহ অন্যান্যরা।
কচুয়া-৫ ঃ মাঝিগাছা গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।