চাঁদপুরের কচুয়া উপজেলার আলীয়ারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য বহুল আলোচিত লুৎফুর রহমান হত্যা মামলার প্রধান আসামী ঢাকা, নারায়নগঞ্জ ও কচুয়া থানা পুলিশের তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী মানিক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত মফিজউদ্দিনের পুত্র।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) গোপন সংবাদের ভিক্তিতে কচুয়ার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো: মোবাররক হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আলীয়ারা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো ঃ আলমগীর হোসেন মজুমদার শীর্ষ সন্ত্রাসী মানিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মানিকের বিরুদ্ধে কচুয়া থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এছাড়া নারায়নগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে বেশকিছু মামলা রয়েছে। এদিকে আলীয়ারা গ্রামের অধিবাসী শীর্ষ সন্ত্রাসী মানিক পুলিশের হাতে গ্রেফতার হওয়ায় এলাকাবাসীর আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরনের খবর পাওয়া গেছে।