কচুয়া প্রতিনিধি ॥
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২) বখাটের হাতে উত্যক্ত হয়েছে। জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে সাচার চৌধুরী দিঘীর পাড় গ্রামের শহীদ মিয়ার স্কুল পড়–য়া মেয়ে প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার সময় পথিমধ্যে একই গ্রামের সুরুজ মিয়ার বখাটে ছেলে জীবন (১৮) গতিরোধ করে চুলধরে টানা হেচড়া করে শ্লীলতাহানি করে। এ ঘটনায় ভূক্তভোগী ওই স্কুল ছাত্রীর পিতা বিদ্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন ও অফিসার ইনচার্জ ইব্রাহিম খলিলকে বিষয়টি মোবাইলে অবহিত করে। পরে ইউনও ও অফিসার ইনচার্জ বখাটে জীবনকে গ্রেফতার করার জন্যে সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেনকে নিদের্শ প্রদান করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্কুল ছাত্রীর শ্লীলতাহানির বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।