জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার দারাশাহী-তুলপাই বাজারে মাদক বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ও কচুয়া-কাশিমপুর সিএনজি ড্রাইভার সমিতির সভাপতি মোঃ মোস্তফা কামালের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কয়েক’শ লোকজন নিয়ে মিছিলটি দারাশাহী-তুলপাই ইউনিয়ন পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পূর্ব বাজার সিএনজি স্টেশন এলাকায় শেষ হয়।