জিসান আহমেদ নান্নু ॥
কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের দোয়াটি সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গনে মহা নাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। পহেলা মাঘ থেকে এ মহা নামযজ্ঞ মহোৎসব শুরু হয়। ভক্তবৃন্দ অবিরামভাবে নামযজ্ঞের মাধ্যমে এ মহা উৎসব পালন করে। গত বৃহস্পতিবার এ মহোৎসব উদযাপনের সময় উপস্থিত ছিলেন দোয়াটি সার্বজনীন কালী মন্দিরের পুরোহিত বাদল চক্রবর্তী, কালী মন্দির কমিটির সভাপতি বাবু জগদীশ মন্ডল (মুক্তার), সাধারণ সম্পাদক পুলিন সরকার, ভক্ত ডা. নিরঞ্জন প্রধানসহ প্রায় পাঁচশতাধিক ভক্তবৃন্দ । প্রসঙ্গতঃ সনাতন ধর্মের অন্যতম উৎসব নাম যজ্ঞ অনুষ্ঠান দোয়াটি সার্বজনীন কালী মন্দিরে প্রায় প্রতি বছর হাজার হাজার ভক্ত বৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে পালিত হয়ে আসছে।
কচুয়া: দোয়াটি কালী মন্দির প্রাঙ্গনে মহা নামযজ্ঞ মহোৎসব পালন করছেন ভক্তবৃন্দ ।