প্রধান অতিথি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম
আমার কণ্ঠ রিপোর্ট
আজ ১ মার্চ হাজীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান। সকাল সাড়ে ১০টায় হাজীগঞ্জ বাজারস্থ পৌরসভা কার্যালয়ের ৪র্থ তলায় অনুষ্ঠিত হবে। উক্ত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও সাধারণ জনগণের আপনজন মোঃ ইসমাইল হোসেন ও চাঁদপুরের সুদক্ষ পুলিশ সুপার ও সাধারণ মানুষের আস্থাভাজন মোঃ আমির জাফর। এছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা এবং সরকারী উর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও গুণিজন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের মরনোত্তর সংবর্ধনা ও বিশিষ্ট ব্যক্তিদেরকে সংবধনা স্বরূপ ক্রেস প্রদান করা হবে।