চাঁদপুরে হরিনা ফেরী ঘাটে বন্ধুদের সাথে ইলিশ ভাজা খেতে গিয়ে মোটর সাইকেল দূর্ঘটনায় আসিফ নামে এক যুবক লাশ হয়ে বাড়ি ফিরেছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকালে আইলের রাস্তা এলাকায় এদূর্ঘটনা ঘটে। আসিফ ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেন এর ছেলে।
আসিফের মামা মো.রাব্বি ও আসিফের বন্ধু জাহিদুল ইসলাম জানান, আজ সকালে আমরা ৩টি মোটর সাইকেলে ৬ বন্ধু মিলে হরিনা ফেরিঘাটে যাই। সেইখানে আমারা সবাই মিলে ইলিশ ভাজা দিয়ে ভাত খেয়ে বাড়ি ফেরার পথিমধ্যে আইলের রাস্তা এলাকায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে আসিফের মাথায় প্রচন্ড আঘাত লাগে ।
জাহিদুল আরো বলেন, আসিফ নিজেই মোটর সাইকেলটি চালাচ্ছিল, আমি মোটরসাইকেলের পিছনে বসে ছিলাম। এতে আমিও আহত হই। আমাদের সাথে থাকা বন্ধুরা ও এলাকার লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার আসিফকে মৃত ঘোষনা করে।
নিহত আসিফ তার তিন ভাই বোনের মধ্যে সবার ছোট। সে কালির বাজারের একজন ব্যবসায়ী। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। চাঁদপুর মডেল থানা পুলিশ মৃত দেহের সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে পরিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজ,
শুক্রবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৬ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দরাত ১:০৩
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।