চাঁদপুরে গত ২৪ ঘন্টায় চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও কচুয়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার ৫নম্বর রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা আবু বক্কর তালুকদার (৭০), মৈশাদী ইউনিয়নের টেলু মিয়া (৪২) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন।
একই দিন দুপুরে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হসপিটালে মৃত্যুবরণ করেন কচুয়া উপজেলার গোহট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল হাই মুন্সী,হাজীগঞ্জের বাসিন্দা করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা কালি নারায়ন লোধ (৭৫) ও সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পৌরসভার খাটরা কাজী বাড়ীর সাগর কাজী, রামপুরের আনোয়ার মল্লিক
চাঁদপুর জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, নমুনা পরীক্ষার পরিপ্রেক্ষিতে এখন পর্যন্ত ২৮৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যেই ২৩ জন মারা গেছেন।
স্বাস্থ্য সংশ্লিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, নমুনা পরীক্ষার সুযোগ হয়নি। চাঁদপুরে করোনার উপসর্গ নিয়েই এমন আরও ৪০ জনেরও বেশী মারা গেছেন। এরমধ্যে চাঁদপুর সদর ও জেলার হাজীগঞ্জে মৃত্যু হার বেশি।
আজ,
বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৫ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দরাত ১০:৫৯
নোটিশ বোর্ড
সর্বশেষ
প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।