চাঁদপুর প্রতিনিধি ॥
চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে ও শহরের কোড়ালিয়া এলাকায় গরম ডাল ও পানিতে জ্বলসে গেল ২ শিশু। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় ও অপরটি ঘটেছে চাঁদপুর শহরের কোরালিয়া এলাকায়।
জানাযায়, হরিণা ফেরিঘাট এলাকার বেপারী বাড়ির শাহজাহান বেপারীর ১৮ মাসের কন্যা সন্তান আমেনা বাড়িতে রান্না করা গরম ডালের পাতিল চুলার উপর থেকে টান দিলে শিশু আমেনার হাত,পা ও শরীরের বিভিন্ন স্থান জ্বলসে যায়। অপরদিকে শহরের কোড়ালিয়া এলাকার মাষ্টার বাড়ির মানিক বোপারীর ৭ মাসের কন্যা আলিফা রান্না ঘরে চুলা থেকে নামানো গরম পানি পাত্রটি টান দিয়ে ফেলে দিয়। এ সময় শিশু আলিফার হাত,পা ও শরীরের বিভিন্ন স্থান জ্বলসে যায়। উভয় শিশূকে তার পরিবারের স্বজনরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে শিশূ আলিফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করে। শিশূ আমেনা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।