ফরিদগঞ্জ ব্যুরো:
ফরিদগঞ্জে পরিকায়ার টানে শারমিন আক্তার(২০) নামে দুই সন্তানের জননী বাবার বাড়ি থেকে পালিয়েছে। অন্যদিকে ঘটনার তিনদিন পর স্থানীয় জনতা প্রেমিক জুটিকে আটক করার পর প্রেমিক সুমনকে (২১)কে গণধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে।
জানা গেছে, উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ভোলাঁেচা গ্রামের বাচ্চুর ছেলে ঢাকার ব্যবসায়ী সুমনের সাথে একই বাড়ির সহিদুল্লার মেয়ে দুই সন্তানের জননী শারমিন আক্তারের পরকিয়ার সর্ম্পক গড়ে উঠে। গত ৭ এপিল তারা পালিয়ে যায়। তিনদিন পর গতকাল শনিবার সকালে সুমনের খালার বাড়ি ১৫নং রূপসা ইউনিয়নের রামদাসেরবাগ থেকে স্থানীয় জনতা তাদের আটক করে। পরে শারমিনকে বাবা ও স্বামী জামাল হোসেনের হাতে তুলে দেয়ার পাশাপাশি সুমনকে গণধেলাই দিয়ে ছেড়ে দেয়। #