মেয়রের আন্তরিক প্রচেষ্ঠায় পৌর এলাকার উন্নয়নের জন্যে ১৪ কোটি টাকা বরাদ্ধ
আমার কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জ পৌরবাসীর জন্যে আরেকটি সু-খবর দিলেন পৌরসভার মেয়র আসম মাহবুব উল আলম লিপন। পৌর এলাকার উন্নয়নে আরো এগিয়ে নেয়ার জন্যে নতুন করে ১৪ কোটি টাকার উন্নয়ন বিশেষ বরাদ্ধ পেয়েছেন। এ যেনো মেঘ না চাইতে বৃষ্টি। পৌর এলাকায় জলাবদ্ধতা স্থায়ী দুরকরণসহ রাস্তা ঘাট উন্নয়নের জন্যে এ অর্থ দেয়া হয়েছে বলে জানা গেছে।
পৌরসভার মেয়র মাহবুব উল আলম লিপন বলেন গত দু’বছরে পৌর এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। আরো উন্নয়নের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্থানীয় সরকারের মাধ্যমে অর্থ চাওয়া হলে মাননীয় প্রধানমন্ত্রী গত বৃহঃবার একনেকের বিশেষ সভায় হাজীগঞ্জ পৌরসভাসহ মোট ২১৭টি পৌর সভার উন্নয়নের জন্যে ১৪ কোটি টাকা করে বরাদ্ধ নিয়েছে। তিনি বলেন সরকারি প্রশিনে স্থানীয় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মাহবুব উল আলম এর নেতৃত্বে জাপান অবস্থান কালে আমি তার কাছে অর্থ বরাদ্ধের দাবি জানালে তিনি আমাকে আশ্বস্ত করেন দেশে গিয়ে চেষ্ঠা করবেন। তারই বিশেষ সহযোগিতায় হাজীগঞ্জ পৌরবাসী জীবন মান বৃদ্ধির জন্যে ১৪ কোটি টাকা দেয়া হয়েছে। এ ১৪ কোটি টাকা উন্নয়ন শেষ হলে পৌর এলাকার মধ্যে আর তেমন কোন বড় ধরনের সমস্যা থাকবে না। ছোট-খাটো যে গুলো থাকবে তা পর্যায়ক্রমে শেষ করা হবে আগামী তিন বছরের মধ্যে।
উলেখ্য যে ইতিমধ্যে জলবায়ূ প্রকল্প থেকে পৌরসভা প্রায় ২কোটি টাকা অর্থ বরাদ্ধ পেয়েছে। এ অর্থ দিয়ে তিনটি ড্রেনেজ উন্নয়ন কাজ করা হবে। ইতি মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ড্রেনেজ কাজ শুরু হবে। ডেনেজ গুলো হলোঃ পৌরসভার ৬নং ওয়ার্ড ড্রেন, ৫নং ওয়ার্ড ড্রেন, ৪ নং ওয়ার্ড ড্রেন। এ দু এলাকায় ড্রেনেজ কাজ শেষ হলে আশা করি এ এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। সাধারণ মানুষ যাতায়াত করতে সুবিধা হবে।