চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ সরকারের সমাজ সেবা মন্ত্রনালয় কতৃক প্রতিটি জেলায় অসহায় বয়স্ক, বিধবা, অসচ্চল প্রতিবন্ধী সহ বিভিন্ন খাতে আর্থিক সহযোগীতাস্বরুপ ভাতা প্রদান করে আসছে। চাঁদপুর জেলায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও অসচ্চল প্রতিবন্ধী ভাতাসহ এই মোট খাতে ২০১৬ অর্থ বছরে সর্বমোট ৯১ হাজার ১শ ৬৩ জনকে ভাতা প্রদান করা হয়। এ বিষয়ে জেলা সমাজ সেবা কার্যালয় সুত্রে জানাযায়, প্রতি বছর সরকার দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ সেবামূলক কাজে ব্যয় করছে। চাঁদপুরেও আমরা বিভিন্ন খাতে সরকার প্রদত্ত অর্থ অসহায়দের মাঝে প্রদান করছি।
চাঁদপুরে বর্তমানে বয়স্ক ভাতা পাচ্ছেন ৬০ হাজার ২শ ৭৭ জন। চাঁদপুর সদর উপজেলায় পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ৮ হাজার ৫শ ৮৯ জন। নতুন করে সংযুক্ত হয় ৪শ ৩০ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ৯হাজার ১৯ জন।
এদের মধ্যে কচুয়া উপজেলায় পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ৮ হাজার ২শ ৩১ জন। নতুন করে সংযুক্ত হয় ৪শ১০ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ৮ হাজার ৬শ ৪১ জন।
শাহরাস্তিতে উপজেলায় পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ৫হাজার ৩শ ২২ জন। নতুন করে সংযুক্ত হয় ২শ ৬৮ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ৫ হাজার ৫শ ৯০ জন।
হাজীগঞ্জ উপজেলায় পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ৭ হাজার ২শ ৩১ জন। নতুন করে সংযুক্ত হয় ৩শ ৬২ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ৭হাজার ৫শ ৯৩ জন।
মতলব দনি উপজেলায় পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ৪ হাজার ৩ শ ২৫ জন। নতুন করে সংযুক্ত হয় ২শ ১৫ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ৪হাজার ৫শ ৪০ জন।
মতলব উত্তর উপজেলায় পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ৮ হাজার ২শ ৯৫ জন। নতুন করে সংযুক্ত হয় ৪শ ২১ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ৮হাজার ৭শ ১৬ জন।
ফরিদগঞ্জ উপজেলায় পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ১০ হাজার ১শ ৪৬ জন। নতুন করে সংযুক্ত হয় ৫শ ৮ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ১০ হাজার ৬শ ৫৪ জন।
হাইমচর উপজেলায় পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ৩ হাজার ৪শ ২ জন। নতুন করে সংযুক্ত হয় ১শ ৬৮ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ৩হাজার ৫শ ৭০ জন।
এছাড়াও শহর সমাজ সেবা থেকে পূর্বে বয়স্ক ভাতা পেয়েছেন ১ হাজার ৮শ ৬৬ জন। নতুন করে সংযুক্ত হয় ৮৮ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বয়স্ক ভাতা পেয়েছেন ১হাজার ৯শ ৫৪ জন।
বিধবা ভাতা পেয়েছে ১৭ হাজার ৩শ ৭২ জন। বিধাবা ভাতা প্রাপ্তদের মধ্যে
চাঁদপুর সদর উপজেলায় পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ২ হাজার ১শ ৫৪ জন। নতুন করে সংযুক্ত হয় ৭০ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ২২২৪ জন।
কচুয়া উপজেলায় পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ২ হাজার ২শ ৩৫ জন। নতুন করে সংযুক্ত হয় ৭৪ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ২৩০৯ জন।
শাহরাস্তি উপজেলায় পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ১ হাজার ৭শ ৩৮ জন। নতুন করে সংযুক্ত হয় ৫৬ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ১৭৯৪ জন।
হাজীগঞ্জ উপজেলায় পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ২ হাজার ১শ ৪৫ জন। নতুন করে সংযুক্ত হয় ৭২ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ২২১৭ জন।
মতলব দনি উপজেলায় পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ১ হাজার ৪শ ২৮ জন। নতুন করে সংযুক্ত হয় ৫০ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ১৪৭৮ জন।
মতলব উত্তর উপজেলায় পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ২ হাজার ৪শ ৮ জন। নতুন করে সংযুক্ত হয় ৭৯ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ২৪৮৭ জন।
ফরিদগঞ্জ উপজেলায় পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ২ হাজার ৯শ ৪২ জন। নতুন করে সংযুক্ত হয় ৯৭ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ৩০৩৯ জন।
হাইমচর উপজেলায় পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ১ হাজার ১শ ৯৯ জন। নতুন করে সংযুক্ত হয় ৩৯ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ১২৩৮ জন।
এছাড়াও শহর সমাজ সেবা থেকে পূর্বে বিধবা ভাতা পেয়েছেন ৫শ ৬৭ জন। নতুন করে সংযুক্ত হয় ১৯ জন। গত ২০১৬ বছরের হিসাব মতে এ উপজেলায় মোট বিধবা ভাতা পেয়েছেন ৫৮৬ জন।
এছাড়াও অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ১৩ হাজার ৫শ ১৪ জন। এদের মধ্যে চাঁদপুর সদরে মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ১৮৭২ জন, কচুয়ায় মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ১৯৫৫ জন, শাহরাস্তিতে মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ১১৯৪জন, হাজীগঞ্জে মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ১৭৩০ জন, মতলব দেিন মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ৮৭৭ জন, মতলব উত্তরে মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ২০৫১ জন, ফরিদগঞ্জে মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ২৩৭২ জন, হাইমচরে মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ৭৬৪ জন, এছাড়াও শহর সমাজ সেবা থেকে মোট অসচ্চল প্রতিবন্ধী ভাতা পেয়েছে ৬৯৯ জন।