চৌধুরী ইয়াসিন ইকরাম॥ চাঁদপুর পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ড প্রার্থী জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝিকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন পৌর কাউন্সিলর মঈনুল ইসলাম মফিক বেপারী। গত বুধবার দুপুরে জেলা রিটানিং অফিসার মোহাম্মদ আতাউর রহমানের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দেন ৩ বারের নির্বাচিত কাউন্সিলর মফিক বেপারী। মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দেয়া শেষে জেলা রিটানিং অফিসার ও উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মফিক বেপারী বলেন, মোহাম্মদ আলী আমার ফুফাত ভাই। ও অনেকদিন ধরে নির্বাচন করতে চায়। আমার মতে এবার ১নং ওয়ার্ডে মোহাম্মদ আলী যোগ্য প্রার্থী। এবার ১নং ওয়ার্ডে সে বিনা প্রতিদদ্ধীতায় নির্বাচিত হবে। এরপর সে সাংবাদিকদের সামনে জেলা রিটানিং অফিসারের কক্ষে মোহাম্মদ আলী মাঝির সাথে কোলাকুলি করে।