হাজীগঞ্জে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচা গ্রেফতার
চাঁদপুরের হাজীগঞ্জে কিশোরী ভাতিজি (১৪) কে ধর্ষণের অভিযোগে ৯৯৯ নস্বরে ফোন দিয়ে এক চাচাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। রোববার দুপুরে আটক চাচা আব্দুর রশিদকে (৩৫) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে হাজীগঞ্জ থানা পুলিশ।
এর আগে শনিবার রাতে উপজেলার ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ ওই গ্রামের নোয়া বাড়ীর আব্দুস সোবাহানের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের অভিযোগ এনে নিয়মিত মামলা দায়ের করা হয়।
ধর্ষিতার মা জানান, আমাদের নতুন বাড়ির চারপাশে বর্ষার পানি। শনিবার দুপুরের দিকে মেয়েকে ঘরে রেখে নৌকা যোগে গ্রামের দোকানে যাই। এই সুযোগে আমার মেয়েকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে দেবর রশিদ। আমি ঘরে ফিরে মেয়ের দিকে তাকালে সে আমাকে জড়িয়ে হাউমাউ করে কেধেঁ উঠে সকল ঘটনা খুলে বলে।
স্থানীয় ইসমাইল ও আলমগীর হোসেন বলেন, বিষয়টি শুনে আমরা ঘটনাস্থলে যাই এবং ধর্ষককে আটক করি। তবে আমরা যাওয়ার পূর্বে মেয়েটির বাবা জরুরি ফোন ৯৯৯ নম্বরে কল দেয়। এরপর রাত ৯ টার দিকে আমরা ধর্ষককে পুলিশের হাতে তুলে দেই।
হাজীগঞ্জ থানার উপ- পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, ট্রিপল নাইনের কোলে ঘটনাস্থলে এসে সত্যতা পাই। পরে ধর্ষকসহ ভিকটিমকে রাত সাড়ে ১০ টার দিকে থানায় নিয়ে আসি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, কিশোরির পরিবারের লিখিত অভিযোগ ভিত্তিতে আটক আব্দুর রশিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং চাঁদপুর সদর হাসপাতালে কিশোরির মেডিক্যালের জন্য পাঠানো হয়েছে।