আমার কণ্ঠ রিপোর্ট॥
হাজীগঞ্জে যুদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষের ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপরে শহর ছাত্রলীগের সহ-সম্পাদক সবুজ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে। মামলায় ৫৪ জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করা হয়েছে। মামলা নং-১৮, তারিখ- ২৯/১০/২০১৭ইং।
রবিবার সংঘর্ষের সময় আটক ৭জনকে এ মামলায় আটক দেখানো হয়েছে। এছাড়াও আসামী করা হয়েছে পৌর বিএনপির আহবায়ক আবদুর রহমান মিয়াজীসহ আরো ৪৪জনকে।
শনিবার হাজীগঞ্জে যুবদলের ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদলের নেতাকর্মীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এ ঘটনায় মাইনুদ্দিন নামের পুলিশের একজন উপ-পরিদর্শক, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটা. আহসান হাবিব অরুন, সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ পুলিশ, যুবদল ও ছাত্রলীগের কমপে ২২জন নেতাকর্মী আহত হয়। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে লাঠিচার্জ, ৫৫ রাউন্ড শর্টগানের গুলি ও ১৪ রাউন্ড টিয়ারশেল নিপে করে। এ সংঘর্ষের ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করে রবিবার জেলা কারাগারে পাঠিয়েছে। আটককৃতরা হলো, উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে মো. হান্নান (৩৮), বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৩০), একই ইউনিয়নের রায়চোঁ গ্রামের ওমেষ চন্দ্র দাসের ছেলে মিন্টু (৩৫), পৌরসভাধীন রান্ধুনীমূড়া গ্রামের আলম মিয়ার ছেলে রাজু (২১), একই গ্রামের ইউছুফ মিয়ার ছেলে ইসমাঈল হোসেন (২৫), মকিমাবাদ গ্রামের মো. মনির হোসেনের ছেলে মোজাম্মেল হোসেন (১৫) ও ফরিদগঞ্জ উপজেলার সিদ্দিকুজ্জামানের ছেলে মো. সাজিদ (১৮)।