মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া
৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে শাহরাস্তিতে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ৬ নভেম্বর শনিবার ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর–৫ (শাহরাস্তি হাজিগঞ্জ) এর গণমানুষের নেতা মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম পি। তিনি তার বক্তব্যে বলেন, সমবায় আন্দোলন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত এটি নাগরিক জীবনে উত্তরণে স্বীকৃত। জাতির পিতার ওই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাস্তবায়ন করে চলছেন। তিনি এই দিবস গুলো শুধু আলোচনা শেষ না করে বছরের অন্যান্য সময় বিষয়গুলির
প্রতি দৃষ্টি দেওয়ার গুরুত্ব আরোপ করেন। সমবায়ীদের প্রসঙ্গে দেশ-বিদেশের কয়েকটি উন্নয়নের ব্যাখ্যা প্রদান করে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সভাপতিত্বে ও
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাসে বক্তব্য প্রদান করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ মোরশেদ আলম ভূঁইয়া, পল্লী বিদ্যুৎ শাহরাস্তির জোনাল অফিসের ডিজিএম মোঃ মোবারক হোসেন, উদ্যোক্তা শিক্ষিত বেকার সমিতি মোঃ হাবিবুর রহমান । এছাড়া উপস্থিত ছিলেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাকসুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আবু ইসহাক মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তৌসিফ উদ্দি, উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহজাহান, আর ডিও মোঃ সশাহাদাৎ হোসেন, উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার(ভারপ্রপ্ত)মোঃ আবুল হোসেন,
উপজেলা পরিষদের সি এ মোঃ শাহাবুদ্দিন,
মেহের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জিত কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,। এছাড়াও উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন স্থানীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ শফিউল্লাহ